আমার ব্লগের ডানদিকে মেনুবারে একটি গেজেট লাগানো আছে। এর ফলে সেখানে আজকে বাংলা সনের কোন মাসের কত তারিখ তা দেখা যাচ্ছে। এই প্রয়োজনীয় সুবিধাটুকু আপনিও আপনার ব্লগে লাগাতে পারেন। এরজন্য আপনাকে কোন কষ্টই
করতে হবে না। সামান্য একটু কোড একটি HTML গেজেট বক্সে পেস্ট করে দিন, আর অন্য ট্যাবে থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। সঙ্গে সঙ্গে বাংলা তারিখ, মাস ও সাল আপনার ব্লগে প্রদর্শিত হবে।
? প্রথমে ব্লগারে লগইন করুন।
? Layout > Page eliments-এ গিয়ে Add gadget বোতামে ক্লিক করে একটি HTML গেজেট নিন।
? নিচের কোডটুকু সম্পূর্ণ কপি করে নিয়ে নতুন গেজেটটিতে পেস্ট করুন।
<script
type="text/javascript"
src="http://tareq.wedevs.com/bangla_date_widget.php">
</script>
? এবার সেভ করুন।
? অন্য ট্যাবে থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ করুন।
আশা করি বাংলা তারিখ দেখতে কোনরকম সমস্যা হবে না।
? যদি তারিখের সাথে সাপ্তাহিক বার দেখাতে চান,
তাহলে HTML গেজেটে স্থাপিত উপরের কোডের ঠিক নিচে এই কোডটি লিখুন।
<script
type="text/javascript">
var d=new Date();
var weekday=new Array(7);
weekday[0]="রবিবার )";
weekday[1]="সোমবার )";
weekday[2]="মঙ্গলবার )";
weekday[3]="বুধবার )";
weekday[4]="বৃহস্পতিবার )";
weekday[5]="শুক্রবার )";
weekday[6]="শনিবার )";
document.write(" ( " + weekday[d.getDay()]);
</script>
কোডগুলি ডাউনলোড করার জন্য ক্লিক করুন
এখানে।
1 টি মন্তব্য:
http://writebangla.com/
থেকে নতুন আরেকটি সার্ভিস শুরু করা হচ্ছে, এটা শুধুমাত্র ওয়েব বা ওয়াপ মাস্টারদের জন্য।
এখন থেকে যেকোন ওয়েব বা ওয়াপ মাস্টার চাইলে তার সাইটে বাংলা তারিখ "বঙ্গাব্দ" প্রদর্শন করতে পারবেন শুধুমাত্র ১লাইনের একটি কোড এর মাধ্যমে।
http://writebangla.com/BanglaDate.html
এই লিংক এ গিয়ে আপনার পছন্দ মতো ফরম্যাট বেছে নিন:
ফরম্যাট একঃ
আজ ২৯ ফাল্গুন ১৪১৮ বঙ্গাব্দ
ফরম্যাট দুইঃ
আজ ২৯ ফাল্গুন ১৪১৮ বঙ্গাব্দ, সোমবার
ফরম্যাট তিনঃ
সোমবার, ২৯ ফাল্গুন ১৪১৮ বঙ্গাব্দ
এবার টেক্সট বক্স থেকে ১ লাইনের কোডটি কপি করুন, তারপর আপনার সাইটের যেখানে খুশি কোডটি বসিয়ে নিন।
এখন থেকে আপনার সাইট ভিজিটর রা বাংলা তারিখ দেখতে পাবে......
:):):)
একটি মন্তব্য পোস্ট করুন