ব্লগে একটি নিজস্ব সার্চ ইঞ্জিন অনেকেই যোগ করতে চান। এই সার্চ ইঞ্জিন দিয়ে আপনার ব্লগে সার্চ করা যাবে। এতে সুবিধা হল যে অনলাইনের সমস্ত ওয়েবপেজকে সার্চ করার প্রয়োজন হয় না, শুধু এই ব্লগটি সার্চ করা হয়। অনেক সময় পুরনো কোন
লেখাকে তাৎক্ষণিকভাবে খোঁজার দরকার হতে পারে। এরকম ক্ষেত্রে এই ছোট্ট সার্চ ইঞ্জিনটির কোন জুড়ি নেই।
? ব্লগারে লগইন করুন।
? লেআউট ট্যাবে গিয়ে পেজ এলিমেন্ট সেকশনে যান।
? সেখানে এড পেজ এলিমেন্ট বাটনে ক্লিক করে Add HTML / JAVASCRIPT বক্স নিন।
? এই বক্সে নিচের কোডটি কপি করে পেস্ট করুন।
<form
id="searchThis" action="/search"
style="display:inline;" method="get"><input
id="searchBox" name="q" type="text"/>
<input id="searchButton" value="Go"
type="submit"/></form>
? ব্লগ প্রিভিউ করুন। দেখবেন আপনার নিজস্ব সার্চ বক্স তৈরি হয়ে গেছে।
? সেভ করুন।
এছাড়াও আর একটি পদ্ধতি দিয়ে আপনি সার্চ ইঞ্জিন বানাতে পারেন।
প্রয়োজনীয় কোডটি হল:
<p
align="center"><form id="searchthis"
action="/search" style="display:inline;"
method="get"><input id="search-box" name="q"
size="25" type="text"/><input
id="search-btn" value="Search"
type="submit"/></form></p>
কোডগুলি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন