অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

১৮ জানুয়ারী, ২০১২

Scrolling Text Effect On The Bothside Of Blog Title


আজ আমি আপনাদের একটি মজার জিনিস (Funny Thing) উপহার দিতে যাচ্ছি। আমারা প্রত্যেকেই নিজেদের ব্লগটাকে একটু ভিন্নভাবে সাজাতে ভালোবাসি। অন্যদের কাছে একটু অন্যরকম (Different) করে নিজেকে যেমন উপস্থাপন করতে চাই, তেমনি


নিজের ব্লগটাকেও অন্যদের চাইতে একটু আলাদা করে উপস্থাপন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। আজ আমি উপস্থিত হয়েছি এরকমই একটি চমক ধরানো, মন ভোলানো ব্লগীয় উপাদান (Blog gadget) নিয়ে।
নিচে দেয়া কোডটি কপি করে ব্লগের একটি HTML / JavaScript গেজেটে স্থাপন করে সেভ করুন। অন্য ট্যাবে (ফায়ারফক্সে থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। আমি কথা দিতে পারি মুগ্ধ হবেন, চমকে যাবেন। কেমন দ্রুতভাবে আপনার ব্লগের নামের দুপাশের সাংকেতিক চিহ্নগুলো এদিক ওদিক ছুটে যাচ্ছে। কোনক্রমেই তাদের থামানো যাবে না। বিশ্বাস হচ্ছে না? পরীক্ষা করেই দেখুন।
? ব্লগারে লগইন করুন।
? Layout > Page Elements ট্যাবে গিয়ে নতুন একটি HTML / Javascripts গেজেট নিন।
? এবার নিচের কোডটি সম্পূর্ণ কপি করে সেখানে পেস্ট করুন।
<script language="JavaScript">

<!--

//

//Scrolling Status Bar

putmsg="==welcome==";

letchar2="+==<0>==+";

letchar1="+==<0>==+";ultimo1=letchar1.length-1;

ultimo2=letchar2.length-1;

ultimo2=letchar2.length-1;

tiempo=setTimeout("stat_scroll()",.1);

function stat_scroll()

{

aux1=letchar1.charAt(ultimo1-1);

letchar1=aux1+letchar1.substring(0,ultimo1-1);

aux2=letchar2.charAt(0);

letchar2=letchar2.substring(1,ultimo2+1)+aux2;

window.status="(" + letchar2 + putmsg + letchar1 + ")";

tiempo=setTimeout("stat_scroll()",.1);

return true;

}

// -->

</script>

<script language="JavaScript">

<!--

//

putmsg="[RojinaMohan]";

letchar2="+==<0>==+";

letchar1="+==<0>==+";

ultimo2=letchar2.length-4;

ultimo2=letchar2.length-4;

tiempo=setTimeout("tit_scroll()",.1);

function tit_scroll()

{

aux1=letchar1.charAt(ultimo1-1);

letchar1=aux1+letchar1.substring(0,ultimo1-1);

aux2=letchar2.charAt(0);

letchar2=letchar2.substring(1,ultimo2+1)+aux2;

document.title="" + letchar2 + putmsg + letchar1 + "";

tiempo=setTimeout("tit_scroll()",.1);

return true;

}

// -->

</script>

? এখানে [RojinaMohan] লেখাটি পাল্টে আপনার ব্লগের নাম লিখে দিন।
? কোডের +==<0>==+ সংকেতগুলি পাল্টে নিজের মনমতো চিহ্ন লিখে দিন। সেগুলোই এদিক ওদিক ছোটাছুটি করবে।
? সেভ করুন।
আমি নিশ্চিত এই গেজেটটি স্থাপন করার পর আপনার ব্লগের ভিজিটরদের মনোভঙ্গী পাল্টে যাবেই।
কোডটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home