অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

২১ জুলাই, ২০১১

মাধ্যমিকে জীবন বিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে

   মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে ভালো নম্বর পাবার জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রী একান্ত চেষ্টা করে কিন্তু অনেক পরীক্ষার্থী আশানুরূপ নম্বর পায় না সুতরাং জীবন বিজ্ঞানে যত্নবান হতে হবে কতগুলি ছোট ছোট বিষয়ের দিকে একটু নজর দিলেই নম্বর বাড়ানো সম্ভব


Writing


   ০১> অন্যান্য বিষয়গুলির তুলনায় জীবন বিজ্ঞান অপেক্ষাকৃত সরল হওয়ায় অনেক পরীক্ষার্থীই একটু 

অবহেলা করে তারা অন্য বিষয়গুলির উপর জোর দেয় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে
  ০২> যাদের কাছে জীবন বিজ্ঞান একটু কঠিন বলে মনে হয় তাদের ক্ষেত্রে প্রথমেই পাঠ্য বিষয়গুলি মুখস্ত করে নেওয়া ভালো
   ০৩> প্রতিটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা একান্ত জরুরী সুতরাং প্রতিটি বিষয় ভালো করে বুঝে নিতে হবে
   ০৪> সংজ্ঞা লেখার সময় মনে রাখতে হবে, সঠিক শব্দ ও সঠিক বানান যেন ব্যবহৃত হয়
   ০৬> ব্যাখ্যা করতে বলা হলে নিজের ভাষায়-সরলভাবে উদাহরণসহ বিষয়টি বুঝিয়ে দিভে হয়
   ০৭> সম্পর্ক নির্ণয় করতে গিয়ে বিষয় দুটির সংজ্ঞা লিখে দিলেই হবে না বিষয় দুটি সম্পর্কে পরিস্কার ধারণা থাকলেই সম্পর্ক নির্ণয় করা সম্ভব


Testtakingstudent



   ০৮> পার্থক্য সবসময় টেবিল দিয়ে দিতে হয়
   ০৯> টীকা লেখায় ছবি আবশ্যক নয়, বিষয়টির পয়েন্টগুলির উপর সংক্ষেপে লি
   ১০> উত্তরপত্র পরিস্কার রাখার ঢেষ্টা করতে হবে, অযোথা কাটাকাটি করা ঠিক নয়
   ১১> বেশি নম্বর পাবার আশায় কঠিন শব্দ ব্যবহার করা বা প্রয়োজনাতিরিক্ত বড়ো করে লেখা ঠিক নয় সহজ সরল ভাষায় সংক্ষেপে লেখার চেষ্টা করভে হয়
   ১২> সঠিক সময়ে উত্তর লেখা যেন শেষ হয় সেদিকে নজর দিতে হবেসময় শেষ হওয়ার ২০-৩০ মিনিট আগে লেখা শেষ করতে পারলে ভালো, তাতে সমস্ত উত্তরপত্রটি একবার চেক্ করে নেওয়া যায়
       এখানে মনে রাখতে হবে যে সময় মতো লেখা শেষ করতে হলে হাতে লেখার ভালো গতি থাকতে হবে সাধারণতঃ পড়ার তিন গুণ সময় লাগে লিখতে সুতরাং প্রস্তুতির সময় পড়ার অন্তত দ্বিগুণ সময় লিখতে হয়
Writing

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home