অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

১৮ জুন, ২০১১

কম্পিঊটারের গতি ও কর্মদক্ষতা বৃদ্ধি ১


আমি কম্পিউটারে অভিজ্ঞ নই। কিন্তু যতটুকু জানা আছে তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার কম্পিউটারের গতি ও কর্মদক্ষতা বজায় রাখতে যে বিষয়গুলি মনে রাখতে হবে সেগুলি আমি পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করছি। আজ প্রথম ধাপ শুরু 
করলাম।


Home Computer Workstation



   ০১। একটি ভালো এন্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করুন। যেমন: Kaspersky,
AVG, Symantec, eScan.


Kaspersky Internet Security 2011



   ০২। স্পাইওয়্যার, মালওয়্যার স্ক্যানার সফ্টওয়্যার ব্যবহার করুন। যেমন: Spybot.
   ০৩। উইন্ডোজ নিয়মিত আপডেট করান।
   ০৪। হার্ডডিস্ক যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন।
   ০৫। আপনার কম্পিউটারের স্টার্ট মেনু>চেক ডিস্ক সার্চ করে সপ্তাহে অন্তত একবার ডিস্ক চেক করান। এরোর এলে ফিক্স এরোর করতে হবে, নতুবা অটো ফিক্স এরোর দিয়েই চেক করতে হবে।

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home