অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

১৭ জানুয়ারী, ২০১২

Simple Tabbed Widget


আজ আমরা কটি ট্যাব গেজেট বক্স তৈরি করা শিখবো। এটার বৈশিষ্ট্য একেবারে অন্যরকম। স্থাপন করার কাজটি একটুও কঠিন মনে হবে না। ব্লগের HTML অংশে কোনরকম হাত দিতে হবে না। আর এটার লোডিং টাইমও অনেক বেশি। তাহলে আসুন


আজ আমরা জেনে নিই এই সহজ ট্যাবভিত্তিক গেজেট বক্সটি কিভাবে ব্লগার.কম ব্লগে স্থাপন করতে হয়।
? ব্লগারে লগইন করে নিন।
? এবার ড্যাশবোর্ডের Layout ট্যাবে গিয়ে একটি নতুন HTML গেজেট নিন।
? নতুন নেয়া HTML/JavaScript গেজেটটিতে নিচের কোডটুকু সম্পূর্ণ কপি করে নিয়ে পেস্ট করে দিন। গেজেটবক্সটির কোন নাম দেবেন না।
<style type="text/css">

div.rojina div.TTs

{height: 24px; overflow: hidden; }

div.rojina div.TTs a:hover, div.rojina div.TTs a.Active

{ background-color: #9B946A; }

div.rojina div.Mohan

{ clear: both; border: 1px solid #000000; overflow: hidden; background-color:
#ffffff;}

div.rojina div.Mohan div.Mohan

{ height: 100%; padding: 0px; overflow: hidden; }

div.rojina div.Mohan div.Mohan div.Alas

{ padding: 3px 5px; }

div.rojina div.TTs a

{ border-left:1px solid #000000; border-right:1px solid #000000; border-top:1px
solid #000000; border-bottom:0px solid#000000; float: left;

display: block; width: 100px; text-align:
center; vertical-align: middle; height: 25px; padding-top: 4px;
text-decoration: none; font-family: "Arial", Serif;

font-size: 12px; font-weight: 900; color: #000000}

</style>

<form action="rojina.html" method="get">

<div id="rojina" class="rojina">

<div style="width: 320px;"
class="TTs"> <a>নতুন
পোস্ট</a> <a>কৃতজ্ঞতা</a>
<a>মন্তব্য</a></div>

<div style="width: 320px; height: 200px;" class="Mohan">

<div class="Mohan">

<div class="Alas">

<script style="text/javascript"
src="http://sites.google.com/site/banglahacks/tools/recentposts.js"></script><script
style="text/javascript">var numposts = 10;var showpostdate =
false;var showpostsummary = false;var numchars = 100;var standardstyling =
false;</script><script
src="/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=showrecentposts"></script>

</div>

</div>

<div class="Mohan">

<div class="Alas">

<div align="center"> <a href="http://www.banglahacks.com/">
<img alt="Bangla Hacks" border="0"
src="http://sites.google.com/site/banglahacks/image/banglahacks.jpg"
title="Bangla Hacks" /></a> </div>

</div>

</div>

<div class="Mohan">

<div class="Alas">

<script style="text/javascript"
src="http://sites.google.com/site/banglahacks/shrd/swrcntcmnts.js"></script><script
style="text/javascript">var numcomments = 10;var showcommentdate =
false;var showposttitle = true;var numchars = 50;</script><script
src="/feeds/comments/default?alt=json-in-script&callback=showrecentcomments"></script>

</div>

</div>

</div>

</div></form>

<script style="text/javascript"
src="http://sites.google.com/site/banglahacks/shrd/tabwidget-bh.js"></script>

<script type="text/javascript">rojina_inisial('rojina');</script>


? গেজেটটি সেভ করুন।
ব্যাস তৈরি হয়ে গেল নতুন সহজ ট্যাবভিত্তিক গেজেটবক্স। এখানে তিনটি ট্যাব তৈরি করা হয়েছে এবং তিনরকম কোড বসানো হয়েছে (সবুজ রঙের কোডগুলো)। এই কোডগুলো আপনার পছন্দমতো পাল্টে নিন।
কনফিগারেশন:
? লাল রঙের সংখ্যাগুলো পাল্টিয়ে ট্যাবের প্রস্থ এবং উচ্চতা পাল্টাতে পারবেন।
? 100px পাল্টালে ট্যাবের সাইজ বড়-ছোট হবে।
? 320px পাল্টালে গেজেটের প্রস্থ বড়-ছোট হবে।
? 200px পাল্টালে গেজেটের উচ্চতা কম-বেশি হবে।
? কমলা রঙের বাংলা শব্দগুলো পাল্টে ট্যাবের নাম পরিবর্তন করতে পারবেন।
এই কোডটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

1 টি মন্তব্য:

এনামুল হক

আরে ভাই মাউস কাজ করে না কেমন এইভাবে কপি করা যায় না

একটি মন্তব্য পোস্ট করুন

home