অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে
১৬ জানুয়ারী, ২০১২
Backup your Blogger Blogs
ব্লগ নিয়ে আমাদের মাঝে মধ্যেই বিভিন্ন জটিলতায় পরতে হতে পারে। হয়তো বা হ্যাক হয়ে গেল, কিংবা মূল সার্ভারের কোন সমস্যার কারণে আপনার ব্লগটি সম্পূর্ণই মুছে গেল, কিংবা আপনি নিজেই নতুন ঠিকানায় ব্লগটিকে নিয়ে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে
ব্লগের লেখাগুলোর একটি ব্যাকআপ রাখা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়। যদি আপনি আপনার বহুকষ্টে গড়ে তোলা ব্লগটিকে ভালোবেসে থাকেন, তাহলে নিয়মিতভাবে অন্ততপক্ষে মাসে একবার ব্লগের ব্যাকআপ নিয়ে নেওয়াই ভাল। আজ আমরা জানবো কিভাবে ব্লগার ব্লগের ব্যাকআপ রেখে দেওয়া যায়। আমরা যে পদ্ধতিতে ব্যাকআপ নেব, তার জন্য আলাদা কোন সফটওয়ার ইনস্টল করতে হবে না। কিংবা আলাদাভাবে কোন বিষয়ে অভিজ্ঞতা লাগবে না। ব্লগারের ডিফল্ট সুবিধা ব্যবহার করেই ব্লগের যাবতীয় পোস্ট এবং মন্তব্যগুলোর ব্যাকআপ নিয়ে নিতে পারবো। তাহলে আসুন জেনে নিই ব্লগস্পট ব্লগের ব্যাকআপ নেওয়ার পদ্ধতিঃ
? ব্লগার.কম-এ লগইন করুন।
? এবার ড্যাশবোর্ড থেকে Settings-এ চলে যান।
? Basic অপশনে দেখুন Export Blog লেখা আছে। এখানে ক্লিক করুন।
? Export Blog লেখা লিংকে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
আসলেই উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। একটি ডাউনলোড অপশন আসবে। একটি XML ফাইল সেভ করতে চাইবে। ফাইলটির নাম হবে তারিখ অনুযায়ী। অর্থাৎ সম্পূর্ণ ফাইলটির নাম হবে এরকম: blog-mm-dd-yyyy.xml । এই ফাইলটিতে আপনার ব্লগের যাবতীয় পোস্ট ও মন্তব্য তারিখ, লেখকের নাম, ক্যাটাগরী/ লেবেলসহ সবকিছু লিখিত থাকবে।
? ডাউনলোড করুন, ব্লগের আকার অনুযায়ী ফাইলটির সাইজ কমবেশি হতে পারে।
? ফাইলটি হার্ডডিস্কের নিরাপদ জায়গায় সেভ করে রাখুন, অনলাইনে কোন জায়গায় আপলোড করে রাখুন অথবা সিডিতে রাইট করে রাখুন।
নিয়মিত ব্লগের ব্যাকআপ রাখার অভ্যাস গড়ে তুলুন। ব্লগের কনটেন্টকে হারিয়ে যাওয়া থেকে নিরাপদ রাখুন।
লেবেলসমূহ:
ওয়েব ডেভেলোপমেন্ট,
টিপ্স এ্যান্ড ট্রিক্স,
ব্লগ,
ব্লগার
লেখক সম্পর্কে
নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন