অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

৭ আগস্ট, ২০১১

বাংলায় হার্ড ডিস্ক ড্রাইভ, ফাইল ও ফোল্ডারের নাম


     নিজের ভাষায় লেখা দেখতে ও পড়তে কার না ভালো লাগে, তাই না? আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ, ফাইল ও ফোল্ডারের নাম যদি

Microsoft Word
বাংলায় হয় তবে কী আপনার ভালো লাগবে না?
     আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ, ফাইল ও ফোল্ডারের নাম বাংলায় করতে পারবেনতবে এর জন্য উইন্ডোজ ২০০০ অথবা তার পরের ভার্সন লাগবে কারণ, উইন্ডোজ ২০০০-এর আগের ভার্সনগুলি ইউনিকোডের উন্মুক্ত ফন্ট সমর্থন করে না বাংলায় লেখার জন্য আপনার অভ্র, ইউনিকোড কমপ্লান্ট বাংলা ইনপুট সফটওয়্যার, কীবোর্ড লাগবে অনলাইনে আপনি এই সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন বিনামূল্যে সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনাকে নিশ্চিত হতে হবে যে Vrinda নামে ইউনিকোড ভিত্তিক উন্মুক্ত বাংলা ফন্ট আছে কিনা এই ফন্টের সুবিধা হচ্ছে এটি ইংরাজী ও বাংলা উভয় ভাষা সমর্থন করে না থাকলে অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ইন্সটল করে নিন এই ফন্টগুলি ঐ সাইট থেকেই ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন অভ্র সফটওয়্যারটি ইনষ্টল করলে কতগুলো ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ফন্ট ইনষ্টল হবে।
   আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি ইনষ্টল দেওয়া থাকে তাহলে control panel থেকে display properties  খুলুন। এখানে appearance ট্যাবে ক্লিক করে advanced বাটনে ক্লিক করুন। তাহলে advanced appearance ডায়ালগ বক্স আসবে এখানে item লিষ্ট থেকে icon সিলেক্ট করুন। এবার লিষ্ট থেকে vrinda বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট 
সিলেক্ট করুন।

Windows XP editions

     উইন্ডোজ ২০০০-এর ক্ষেত্রে control panel  থেকে display properties খুলে, appearance  ট্যাবে কিক করে advanced  বাটনে ক্লিক করুন এবং advanced appearance  ডায়ালগ বক্স আসলে সেখানে item লিষ্ট থেকে icon সিলেক্ট করুন। এবার লিষ্ট থেকে vrinda  বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট সিলেক্ট করুন

Windows 2000 Advanced Server

     এবার আপনার কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহার করার জন্য কনফিগার করতে হবে। উইন্ডোজ এক্সপির জন্য control panel  থেকে regional and language options  খুলুন এবং language ট্যাব থেকে install files for complex script and right-to-left language (including thai)  চেক বক্স চেক করে ok  করুন

just love showing this to my windows buddies

   উইন্ডোজ 2000-এর ক্ষেত্রে control panel  থেকে regional options  খুলুন। এবার general  ট্যাব থেকে language settings for the system  অংশটির লিষ্ট থেকে indic সিলেক্ট করে ok  করুন

Windows 2000 Professional

   এক্ষেত্রে আপনার উইন্ডোজ ইনষ্টলারটির প্রয়োজন হতে পারে। সুতারাং উইন্ডোজের সিডি সাথেই রাখুন। এবার অভ্র কীবোর্ড লেআউট বাংলা করে হার্ড ডিস্ক ড্রাইভ, ফাইল ও ফোল্ডারের নাম বাংলাতে লিখতে পারবেন। এই অভ্র কীবোর্ড এবং ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্টের সাহায্যে বাংলাতে ওয়েব পেজ তৈরী করতে পারেন অনায়াসে।

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home