০২> স্টার্ট মেনু থেকে রানে যান।
০৩> cmd লিখে এন্টার করুন। কমান্ড প্রোম্পট চালু হবে।
০৪> diskpart লিখে এন্টার প্রেস করুন।
০৫> list disk লিখে এন্টার প্রেস করুন।
০৬> select disk 1 লিখে এন্টার প্রেস করুন। এখানে, 1 হল আপনার রিমুভাল ডিক্স এর ডিস্ক নাম্বার। আপনার রিমুভাল ডিক্স এর নাম্বার যে নাম্বার দেখাবে তা এখানে লিখুন।
০৭> clean লিখে এন্টার প্রেস করুন।
০৮> create partition primary লিখে এন্টার প্রেস করুন।
০৯> active লিখে এন্টার প্রেস করুন।
১০> FORMAT FS=NTFS লিখে এন্টার প্রেস করুন।
১১> Assign লিখে এন্টার প্রেস করুন।
১২> Exit লিখে এন্টার প্রেস করুন।
ব্যস মোটামুটি কাজ শেষ।
১৩> এবার আপনার কম্পিউটারে উইন্ডোজ ৭ এর ডিভিডিটি প্রবেশ করান। এই অবস্থায় আপনার কাজ করা কমান্ড প্রোম্পটি বন্ধ করবেন না। তাহলে সব মাটি হয়ে যাবে।
১৪> আপনার ডিভিডি রমটি যদি G হয় তাহলে G:CD BOOT লিখে এন্টার প্রেস করুন।
১৫> CD BOOT লিখে এন্টার প্রেস করুন।
১৬> এবার মাই কম্পিউটার খুলে দেখুন আপনার রিমুভাল ডিক্সটির ড্রাইভ লেটার।
১৭> ড্রাইভ লেটার H হলে BOOTSECT.EXE/NT60 H: লিখে এন্টার প্রেস করুন।
ব্যস কাজ শেষ। তাহলে আপনার রিমুভাল ডিক্সটি বুটেবল ডিক্স হয়ে গেল।
এবার উইন্ডোজ ৭ ইন্সটলের পালা-
০১> মনেকরি আপনি পেনড্রাইভকে বুটেবল ডিস্ক হিসেবে তৈরি করেছেন্, তাহলে পেনড্রাইভটি কম্পিউটারের প্রবেশ করান।
০২> সিস্টেম রিবুট করুন।
০৩> Delete/F2/F12 চেপে বায়োস সেটিংসে যান।
০৪> বুট ডিভাইস অপশনে যান।
০৫> প্রথম বুট ডিভাইস হিসেবে Removal Device নির্বাচন করুন।
০৬> F10 চেপে বায়োস সেটিংস সংরক্ষণ করুন।
০৭> ফ্লাসডিস্কটি বুট হলে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করুন এবং সেট আপ করতে এন্টার চাপুন।
০৮> কম্পিউটার ফাইল কপি শুরু হবে। কপির পরে কম্পিউটার রিস্টার্ট হবে।
০৯> এবার 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করুন। তাহলে Setup শেষ হবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন