অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

৫ আগস্ট, ২০১১

রিমুভেবল ডিস্কে ইন্সটল করুন উইন্ডোজ ৭


কোন কারণে আপনি যদি সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ ইন্সটল করতে না পারেন – সিডি বা ডিভিডি কাজ না করার জন্য অথবা সমস্যা থাকার জন্য, তখন ৪ জিবি বা তার বেশি

Windows 7, the latest client version in the Mi...
ধারণ ক্ষমতাসম্পন্ন রিমুভাল ডিস্ক - পেনড্রাইভ বা মেমোরিকার্ডে ইন্সটল করতে পারেন। কী করে? শুনতে অবাক লাগছে তাই না? কিন্তু এটাই বাস্তব। তবে এই কাজটি করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। পর পর স্টেপগুলো যত্ন ও ধৈর্য্য সহকারে সম্পন্ন করতে হয়। নীচে ধাপগুলি দেওয়া হল-


কম্পিউটারে রিমুভাল ডিক্সটি NTFS ফাইলে ফরম্যাট করুন। এজন্য
     ০১> প্রথমে আপনার কম্পিউটারে রিমুভাল ডিক্সটি প্রবেশ করান।

    
০২> স্টার্ট মেনু থেকে রানে যান।

    
০৩> cmd লিখে এন্টার করুন। কমান্ড প্রোম্পট চালু হবে।

    
০৪> diskpart লিখে এন্টার প্রেস করুন।

    
০৫> list disলিখে এন্টার প্রেস করুন।


Windows 7 Release Candidate

    
০৬> select disk 1 লিখে এন্টার প্রেস করুন। এখানে, 1 হল আপনার রিমুভাল ডিক্স এর ডিস্ক নাম্বার। আপনার রিমুভাল ডিক্স এর নাম্বার যে নাম্বার দেখাবে তা এখানে লিখুন।

    
০৭> clean লিখে এন্টার প্রেস করুন।

    
০৮> create partition primary লিখে এন্টার প্রেস করুন।

    
০৯> active লিখে এন্টার প্রেস করুন।

    
১০> FORMAT FS=NTFS লিখে এন্টার প্রেস করুন।

    
১১> Assign লিখে এন্টার প্রেস করুন।

    
১২> Exit লিখে এন্টার প্রেস করুন।

ব্যস মোটামুটি কাজ শেষ।

    
১৩> এবার আপনার কম্পিউটারে উইন্ডোজ ৭ এর ডিভিডিটি প্রবেশ করান। এই অবস্থায় আপনার কাজ করা কমান্ড প্রোম্পটি বন্ধ করবেন না। তাহলে সব মাটি হয়ে যাবে।

    
১৪> আপনার ডিভিডি রমটি যদি G হয় তাহলে G:CD BOOT লিখে এন্টার প্রেস করুন।

    
১৫> CD BOOT লিখে এন্টার প্রেস করুন।

    
১৬> এবার মাই কম্পিউটার খুলে দেখুন আপনার রিমুভাল ডিক্সটির ড্রাইভ লেটার।

    
১৭> ড্রাইভ লেটার H হলে BOOTSECT.EXE/NT60 H: লিখে এন্টার প্রেস করুন।

ব্যস কাজ শেষ। তাহলে আপনার রিমুভাল ডিক্সটি বুটেবল ডিক্স হয়ে গেল।

Windows 7 Beta


এবার উইন্ডোজ ৭ ইন্সটলের পালা-

    
০১> মনেকরি আপনি পেনড্রাইভকে বুটেবল ডিস্ক হিসেবে তৈরি করেছেন্, তাহলে পেনড্রাইভটি কম্পিউটারের প্রবেশ করান।

    
০২> সিস্টেম রিবুট করুন।

    
০৩> Delete/F2/F12 চেপে বায়োস সেটিংসে যান।

    
০৪> বুট ডিভাইস অপশনে যান।
     
০৫> প্রথম বুট ডিভাইস হিসেবে Removal Device নির্বাচন করুন।

    
০৬> F10 চেপে বায়োস সেটিংস সংরক্ষণ করুন।

    
০৭> ফ্লাসডিস্কটি বুট হলে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করুন এবং সেট আপ করতে এন্টার চাপুন।

    
০৮> কম্পিউটার ফাইল কপি শুরু হবে। কপির পরে কম্পিউটার রিস্টার্ট হবে।

    
০৯> এবার 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করুন। তাহলে Setup শেষ হবে।
আশা করি ইন্সটল করতে পারবেন। কোন অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে দিন। তিন দিনের মধ্যে উত্তর পেয়ে যাবেন।

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home