অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

১৬ জানুয়ারী, ২০১২

Swap title position in Blogger blogs

ব্লগারে আপনার কোন একটি পোস্ট খুলুন। Address Bar-এ মাউস পয়েন্টার রেখে দেখুন কি দেখায়? প্রথমে আপনার ব্লগের শিরোনাম এবং পরে পোস্টের শিরোনাম দেখাবে। এর ফলে সার্চ ইঞ্জিন প্রতিবার সার্চের সময় আপনার ব্লগ শিরোনাম খুঁজে


পাবে। অর্থাৎ আপনার ব্লগে সবসময় একটা পোস্ট বলে মনে হবে। এই সমস্যা দূর করার জন্য আপনার দুটি শিরোনামের স্থান পরিবর্তন করতে হবেঃ পোস্ট শিরোনামটিকে ব্লগ শিরোনামের আগে নিয়ে আসতে হবে।


তা করার জন্য-
? ব্লগারে লগইন করুন।
? Edit HTML-এ ক্লিক করুন।
? এই কোড খুঁজে বের করুনঃ <title><data:blog.pageTitle/></title>
নিচের ছবির মত দেখাবে-


? নিচের কোড দিয়ে উপরের কোডটি প্রতিস্থাপণ (Replace) করুন।

<b:if cond='data:blog.pageType ==
&quot;item&quot;'>

<title><data:blog.pageName/> |
<data:blog.title/></title>

<b:else/>

<title><data:blog.pageTitle/></title>

</b:if>
? সংরক্ষণ (Save) করুন।
কোডটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home