অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

২৬ জানুয়ারী, ২০১২

Remove Footer

আপনার ব্লগের একেবারে নীচে দেখুন Copy Write By এরকম বেশ কিছু লেখা আছে এবং কিছু লিঙ্ক দেওয়া আছে। ঐ লিঙ্কগুলিতে ক্লিক করে দেখুন অন্য সাইট খুলে যাবে। এতে আপনি আপনার ভিজিটর হারিয়ে ফেলেন। এই লেখাটি remove করার জন্য-
? ব্লগারে সাইন ইন করুন।
? Design > Edit HTML-এ যান।
? Expand Template Widgets-ঠিক দিন
? Search করুন  <!-- outside of the include in order to lock Attribution widget -->
? এই কোডের নীচের <div style= থেকে </div> ডিলিট করে দিন। অথবা আপনি যদি লেখাটি পরিবর্তন করতে চান তাহলে করতে পারেন।

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home