অবসরপ্রাপ্ত? বেকার? পাড়াশুনা বন্ধ অথবা অপর্যাপ্ত আয়? আপনার নিজের ইন্টারনেট ব্যবসা শুরু করুন ঘরে বসেই। আপনার স্বপ্ন পূরণের এবং মহৎ উদ্দেশ্যসাধনের জন্য গৃহভিত্তিক আয় করে প্রকৃত সম্পদ গড়ে তুলুন। এই কাজ প্রকৃতই “WORLD WIDE INCOME SYSTEM”! এর জন্য প্রয়োজন শুধু আপআপনাকে, আপনার মনোযোগ, ধৈর্য্য, যত্ন, বুদ্ধি ও কুশলতাকে - সমস্ত প্রশিক্ষণ ও সহায়তা, ওয়েবসাইট এবং পণ্য বিনামূল্যে উপলব্ধ! শূন্য শতাংশ ঝুঁকি, তবে ভাবছেন কেন? কোনো ফিস দিতে হবে না অথবা কোনো ব্যয় করতে হবে না; কোনো সময়সীমা নেই। আজই নথিভুক্ত হোন, আর এর জন্য- ক্লিক করুন এখানে

১৮ জানুয়ারী, ২০১২

Add Linkbar on Sidebar


রোজিনামোহন ব্লগের ডানপাশের সাইডবারের উপরে দেখুন চিত্রটির মতো তিনটি লিংক আছে। এর মধ্যে প্রথমটি ব্লগের RSS, দ্বিতীয়টি Subscription এবং শেষেরটি Be Friend আপনি আপনার নিজের ব্লগের সাইডবারেও এরকম একটি লিংকবার লাগিয়ে


নিতে পারেন। এর জন্য প্রয়োজনীয় কোডটি আমি দিয়ে দিচ্ছি। আশা করি প্রয়োগ করতে কোন সমস্যা হবে না।
? ব্লগারে দিয়ে লগইন করুন।
? Layout > Edit HTML অংশে যান।
? নিচের কোড খুঁজে বের করুন:
<div id='sidebar-wrapper'>
<b:section class='sidebar' id='sidebar2' preferred='yes'>
আপনার ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে। সাইডবারের নাম্বারে কমবেশি থাকতে পারে। একটু দেখেশুনে বুঝে এই কোডের ঠিক পরের লাইনে নিচের কোড লাগিয়ে দিন।
<b:widget id='HTML30' locked='false' title='Feed
Section' type='HTML'>

<b:includable id='main'>

<b:if cond='data:title'/>

<div class='widget-content'>

<img align='absmiddle' border='0'
src='http://sites.google.com/site/banglahacks/shrd/feed-icon.gif'/> <a
href='http://feeds.feedburner.com/blogspot/PbmQe' target='_blank'>RSS
</a>

<img align='absmiddle' border='0'
src='http://sites.google.com/site/banglahacks/shrd/mailfeed.gif'
style='padding:0px 0px 0px 5px;'/> <a
href='http://feedburner.google.com/fb/a/mailverify?uri=blogspot/PbmQe&loc;=en_US'
target='_blank'>Subscription</a>

<img align='absright' border='0'
src='http://sites.google.com/site/banglahacks/shrd/bfrnd.png'
style='padding:0px 0px 0px 5px;'/> <a
href='http://www.blogger.com/follow-blog.g?blogID=4161801768415820302'
target='_blank'>Be Friend</a>

</div>

</b:includable>

</b:widget>

এখানে বোল্ড করা শব্দগুলো পরিবর্তন করুন।
আশা করি সাইডবারের এই লিংকবারটির মাধ্যমে পাঠকরা আপনার ব্লগের সাথে আরও বেশি সম্পর্কিত থাকবে।
কোডটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে

লেখক সম্পর্কে

নতুন এবং অনভিজ্ঞ ব্লগারদের জন্য ব্লগ ডিজাইন এবং বিভিন্ন সমস্যা নিয়ে লেখা শুরু করলাম। পরবর্তীতে ইন্টারনেট, পড়াশুনা, সি.এস.এস., এম.এস.অফিস, অনলাইন আয়, ওয়েব হোস্টিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। সঙ্গে থাকুন, পরামর্শ দিন, মন্তব্য করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

home